উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাস প্রতিরোধে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। গতকাল শনিবার বিকালে উপজেলার আউশকান্দি বাজার এলাকার বিভিন্ন স্থানে মাইক ও লিফলেট হাতে নিয়ে তিনি প্রচারণা করেন এবং বিনামূল্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
এ সময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ৬ জনকে ২ হাজার ৪ শত টাকা অর্থদন্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রয়োজনে ঘর থেকে বের হলে সরকারী স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানসহ সবাইকে সচেতন হয়ে চলার আহবান জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com