স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্যাস ফিল্ড এলাকায় গাড়িচাপায় একটি দুর্লভ চিতাবিড়াল মারা গেছে। শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে বনবিভাগ চিতাবিড়ালের মরদেহটি উদ্ধার করে মৌলভীবাজারে নিয়ে যায়। সেখানে সেটি স্ট্যাপিং করে সংরক্ষণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার রঘুনন্দন বন থেকে চিতাবিড়ালটি লোকালয়ে আসার সময় শাহজিবাজার-নোয়াপাড়া সড়ক অতিক্রমকালে অজ্ঞাত একটি গাড়ি বিড়ালটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিতাবিড়ালটির মৃত্যুর খবর পেয়ে আশপাশের লোকজন এটিকে দেখতে সেখানে ভীড় জমান।
রঘুনন্দন বন বিভাগের রেঞ্জ অফিসার রিয়াজ আহমেদ জানান, চিতাবিড়ালটির মৃত্যুর বিষয়টি আমরা ওয়াইল্ডলাইফ বিভাগকে অবগত করেছি। তারাই ভাল বলতে পারবে।
বিভাগীয় বন কর্মকর্তা (বণ্যপ্রাণী) রেজাউল করিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা খবর পেয়ে শনিবার সকালে সেটি উদ্ধার করে মৌলভীবাজারে নিয়ে এসেছি। যেহেতু এটি দুর্লভ ও দেখতে অনিন্দ সুন্দর তাই আমরা এটিকে স্ট্যাপিং করে সংরক্ষণ করব। সম্ভবত এটি খাবরের জন্য লোকালয়ে এসেছিল। এটি একটি পুরুষ চিতা বিড়াল। এই বনে আরও চিতা বিড়াল রয়েছে। রঘুনন্দন ছাড়াও সাতছড়ি জাতীয় উদ্যানসহ সিলেট বিভাগের বনাঞ্চলে এই চিতাবিড়ালের আবাসস্থল।