স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বেসরকারী বিল সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল বাসেত ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। তাদের পরিবারের অনেক সদস্যও করোনা আক্রান্ত। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু এখনও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়নি। লকডাউন থাকার পরও কেউ তা মানতে চায় না। মাস্ক ব্যবহারেও চরম অনীহা। আর করোনার টিকা গ্রহণে আগ্রহ না থাকায় জেলার জন্য বরাদ্দকৃত টিকার একটি অংশ ফেরত দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সরজমিনে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, স্বাভাবিক সময়ের মতই লোকজন ভীড় জমাচ্ছে হাট বাজারে। অনেকেই ব্যবহার করছে না মাস্ক। সকাল বেলা শহরের শায়েস্তানগর ও চাষীবাজারে শত শত মানুষের ভিড়। সিএনজি-অটোরিক্সাগুলোতে পূর্বের মতই যাত্রী পরিবহন করছে। এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করার পরও অবস্থার উন্নতি হচ্ছে না।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান উজ্জল জানান, আমরা অনেক চেষ্টা করার পরও জনগনকে স্বাস্থ্যবিধি মানাতে পারছি না। তবে মাস্ক ব্যবহারকারীর সংখ্যা কিছুটা বেড়েছে। টিকা নিতে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। শনিবার হবিগঞ্জ জেলায় টিকার ১ম ডোজ নিয়েছেন মাত্র ১১০ জন। জেলায় প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।