স্টাফ রিপোর্টার ॥ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ৩৬ হাজার টিকা হবিগঞ্জ এসে পৌঁছেছে। এগুলো প্রথম ডোজ নেয়া ৩৬ হাজার মানুষকে দেয়া হবে। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা টিকাগুলো গ্রহণ করেন। পরে তা সংরক্ষণের জন্য শহরের পুরাতন হাসপাতালের পাশে অবস্থিত ইপিআই স্টোরে রাখা হয়।
হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমান জানান, হবিগঞ্জে দ্বিতীয় ডোজের জন্য ৩৬ হাজার টিকা পৌঁছেছে। যা প্রথম ডোজ নেয়া ৩৬ হাজার জনকে প্রয়োগ করা হবে। এর আগে জেলায় প্রথম ডোজ নিয়েছেন ৫৫ হাজার মানুষ। এগুলোর প্রয়োগ চলাচালিন সময়ের মধ্যেই বাকি টিকাগুলোও চলে আসবে বলে জানান তিনি। গত বৃহস্পতিবার হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে প্রয়োগের মাধ্যমে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়। এর আগে ২৯ জানুয়ারি হবিগঞ্জে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের ৭২ হাজার ডোজ টিকা আসে। ৭ ফেব্রুয়ারি থেকে প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত চলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com