এমপি মজিদ খান ও এমপি মিলাদ গাজীসহ করোনা আক্রান্ত সকলের সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের মিলাদ

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনার ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহনের ৫ দিনের মাথায় ৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় মারা গেছেন করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ এমরান আলী (৬৫)। তিনি শেরপুর গ্রামের মৃত হাজী রজব আলীর ছেলে। এছাড়া গত ২৪ ঘন্টায় নবীগঞ্জে আরও ৩ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ২ জন নবীগঞ্জ শহরের বাসিন্দা। গত ৬ এপ্রিল ৯ জনের নমুনা দেয়া হয়। এর মধ্যে গতকাল শুক্রবার বিকালে ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
সূত্র জানায়, মৃত্যুর প্রায় ৫ দিন আগে শাহ এমরান আলী করগাঁও ইউনিয়নের দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে করোনা ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহন করেন। তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে তার শরীরে প্রচন্ড জ্বর আসে। তার অবস্থার অবনতি ঘটলে রাত ২টায় পরিবারের লোকজন তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট রেফার করলে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় শাহ এমরান আলী মারা যান।
শাহ এমরান আলীর করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ।
এদিকে, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাসেত, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ আমজাদ হোসেন এবং হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামসহ করোনা ভাইরাসে আক্রান্ত সকলের সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুম্মা হবিগঞ্জ শহরের বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ মুসল্লীয়ান অংশ নেন।