ইমতিয়াজ আহমেদ লিলু, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে অগ্নিকান্ডে আমান ভেরাইটিজ স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে নগদ ১৯ হাজার টাকাসহ ২ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলা সদরের সাগরদিঘির পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় আলফু মিয়া (৫৫) রাত ৯টায় ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। উল্লেখিত সময়ে এলাকাবাসী দেখেন দোকানের ভিতরে আগুনের কুন্ডলী এবং ধোয়া উড়ছে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ সৈয়দ হোসেন জানান, আমরা খবর পাওয়ার পরই খুব দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ২ লাখ টাকার মালামাল ক্ষতি এবং ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে ২৮টি এলপি গ্যাস ছিল, সেগুলোর বিস্ফোরণ ঘটেনি। কিছুটা পুড়ে গেছে। বিস্ফোরণ ঘটলে আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com