স্টাফ রিপোর্টার ॥ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট ইমতিয়াজ তুহিন স্ত্রী সন্তানসহ করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইমতিয়াজ তুহিন জানান- হঠাৎ করেই তার শরীরে জ্বর আসে। তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে ২ এপ্রিল করোনার টেস্ট করাতে নমুনা দেন। ৩ এপ্রিল টেস্টের ফলাফল পজেটিভ আসে। পরদিন তিনি তার স্ত্রী ও সন্তানের এন্টিজেন পরীক্ষার জন্য দেন। তাদের টেস্টের ফলাফলও পজেটিভ আসে। এর পর থেকে তারা হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফ কোয়ার্টারস্থ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তারা দ্রুত সুস্থ হয়ে উঠতে হবিগঞ্জবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, ইতোপূর্বেও ইমতিয়াজ তুহিন করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com