কামরুল হাসান ॥ হবিগঞ্জের সবকটি উপজেলায় একযোগে করোনা টিকা শুরু হলে সদর উপজেলার সাথে টিকা নিয়েছেন নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী। আগামী ৮ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু হবে, তাই প্রথম ডোজ টিকা কার্যক্রমকে আরো বেগবান করতে পাঁচ দিনের জন্য নতুন এই উপজেলায়ও টিকা দান শুরু হয়েছে।
বুধবার (৩১ মার্চ) সকালে উপজেলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে টিকা দান কার্যক্রম চালু করা হয়। এই কার্যক্রম চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সাদ্দাম হোসেন জানান- নবগঠিত এই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও জনবল না থাকায় সদর উপজেলা হাসপাতালে শায়েস্তাগঞ্জবাসীকে টিকা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, এই উপজেলার সকল শ্রেণিপেশার মানুষ যাতে সহজে করোনা ভাইরাসের টিকা নিতে পারে এজন্য জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তাই ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে এই হাসপাতালে যোগাযোগ করতেও বলা হয়।