আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শিমলাছড়া ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করার অপরাধে মিজান মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মিজান শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের রোস্তম আলীর ছেলে। বুধবার বিকালে উপজেলার সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন অভিযান চালিয়ে বালু উত্তোলন করে পাচার করার সময় মিজানকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একটি সূত্র জানায়- বিগত বছর মাধবপুর উপজেলার বালু মহালগুলো সরকারি ইজারা না হওয়ায় এবং বালুর ব্যাপক চাহিদা থাকায় উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা, শাহজাহানপুর, বাঘাসুরা ও জগদীশপুর এলাকার বিভিন্ন স্থান থেকে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করে আসছে। প্রশাসন অভিযান চালালে কয়েকদিন বন্ধ রাখার পর আবারও বালু উত্তোলন শুরু করে।
এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন জানান- অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com