বুল্লা ও কালাউক বাজারে ভোক্তা অধিকারের অভিযান
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা বাজার ও কালাউক বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মের কারণে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ। গতকাল বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৮টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে বুল্লা বাজারের আজাদ এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য রান্না করায় তিন ভাই হোটেলকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না টাঙানো, প্যাকেটের ওজন বেশি হওয়া, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদেনের অপরাধে প্রমি পূর্ণ মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, মাতৃৃ মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, পণ্যের প্যাকেটে মেয়াদ ও মূল্য না থাকায় অনিল স্টোরকে ৫ হাজার টাকা, হাজী শফিক স্টোরকে ৫ হাজার টাকা এবং কালাউক বাজারের নূর মোহাম্মদ স্টোরকে নকল পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। তদারকি অভিযানে সহযোগিতা করে লাখাই থানা পুলিশ ও লাখাই উপজেলা সেনিটারী ইন্সপেক্টর বিধান সোম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com