নবীগঞ্জে রাতে পাহাড়ী এলাকায় ইউএনও’র অভিযান
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অবৈধভাবে পাহাড়ের টিলা থেকে মাটি কাটা ও টিলার গাছ, বাঁশ কর্তনের অপরাধে পানিউমদা ইউনিয়নের দক্ষিণ পানিউমদা এলাকায় জহুর হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। দন্ডিত জহুর হোসেন ওই এলাকার লক্ষ্মীপুরের আব্দুল কুদ্দুছের ছেলে।
সূত্র জানায়, অবৈধভাবে পাহাড়ের টিলা থেকে মাটি কাটা ও টিলার গাছ, বাঁশ কর্তনের খবর পেয়ে দক্ষিণ পানিউমদা এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। এ সময় তিনি মাটি কাটার এক্সকেভেটর, কর্তনকৃত গাছ ও বাঁশসহ জহুর হোসেনকে হাতেনাতে আটক করেন এবং এই দন্ডাদেশ দেন। পরে আটককৃত এক্সকেভেটর সরকারের নামে বাজেয়াপ্ত এবং গাছ ও বাঁশ বিধি মোতাবেক নিলামে বিক্রি করার জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান করেন। মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ।