স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বদলীজনিত কারণে তাঁকে এ সংবর্ধনা দেয় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর সার্কেলে যোগদানকারী অতিরিক্ত পুলিশ সুপার মাহফোজা আক্তার শিমুল, বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার মোঃ আরিফ হোসাইন, এনএসআই এর উপ-পরিচালক আজমল হোসেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সভাপতিত্বে এবং এসআই জুয়েল সরকারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী বুলবুল, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, ইউপি চেয়ারম্যান মইনুল হক আরিফ, ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, বানিয়াচং থানার ওসি এরমান হোসেন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ, পুলিশ পরিদর্শক গোলাম মুর্শেদ সরকার, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, এসআই মোঃ সাহিদ মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন- ২০২০ সালে ৮৬৩টি মামলা নিষ্পত্তি করেছি। বিট পুলিশের মাধ্যমে প্রায় ২ হাজার মামলা নিষ্পত্তি করা হয়েছে। হবিগঞ্জকে দাঙ্গামুক্ত রাখতে জেলার বিভিন্ন স্থানে স্কুল ও মাদ্রাসাগুলোতে সচেতনামূলক সভা-সেমিনার করেছি। যার ফলে হবিগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। তিনি রবিউল ইসলামের উজ্জল ভবিষ্যত কামনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন- যতদিন বেঁচে থাকবো, জনসেবায় কাজ করে যাবো। বিশেষ করে হবিগঞ্জবাসীর কাছে যে ভালোবাসা পেয়েছি তা আজীবন স্মরণ থাকবে।
অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের সম্মানে নিজেই মানপত্র লেখে তা পাঠ করেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। এছাড়াও বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী. আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com