মাধবপুরের ওসি বললেন ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মেয়েটিকে হত্যা করে লাশ লুকিয়ে রেখেছিল
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের খুরধর নদীর কাছ থেকে অর্ধগলিত অবস্থায় এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
থানার এসআই সনক কুমার দাস জানান, ওই তরুণীর স্তন কাটা ছিল। ধারণা করা হচ্ছে ১০/১২ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ বস্তায় ভরে নদীর পাড়ে মাটিচাপা দিয়ে রাখে। শিয়াল-কুকুর মাটি খুঁড়ে লাশ টেনে বের করে নাড়ি-ভুড়িসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে।
থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তরুণীকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ বস্তায় ঢুকিয়ে নদীর পাড়ে গর্তে লুকিয়ে রেখেছিল। শিয়াল-কুকুর মাটি খুঁড়ে লাশটি গর্ত থেকে টেনে বের করলে স্থানীয় লোকজনের নজরে আসে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com