চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র সাইফুল আলম রুবেল ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব গ্রহণ করেন। পৌরসভার সচিব নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাস, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার।
এদিকে নবনির্বাচিত মেয়র এর দায়িত্ব গ্রহন উপলক্ষে বিকেল পৌরসভার সামনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। মিলাদ পরিচালনা করেন মাওলানা মইনুল হক চৌধুরী।
গত ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা সাইফুল আলম রুবেল মেয়র নির্বাচিত হন এবং গত ৯ মার্চ সিলেট বিভাগীয় কমিশনার এর কাছে শপথ গ্রহণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com