স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক শহীদ উদ্দিন চৌধুরী ১৩তম (২০২১-২০২৩) বারের মত হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৫ সাল থেকে এ পদে নির্বাচিত হয়ে আসছেন। তাঁর নেতৃত্বে হবিগঞ্জ ডায়াবেটিক সমিতি অনেক দূর এগিয়ে গেছে। হবিগঞ্জে ২০০৫ সালে ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এটি জেনারেল হাসপাতালে উন্নীত হয়েছে। প্রাথমিকভাবে এর অর্থায়ন করেন যুক্তরাজ্যসহ বিশে^র বিভিন্ন দেশে বসবাসরত হবিগঞ্জের অধিবাসীরা। বর্তমানে এ হাসপাতালের রেজিস্টার্ড ডায়াবেটিস রোগীর সংখ্যা ১৯ হাজার ৮০ জন। এ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সহ গাইনী ও দন্ত রোগের চিকিৎসা দেয়া হচ্ছে। শহীদ চৌধুরী হবিগঞ্জে রোটারী ক্লাব প্রতিষ্ঠা করেন। তিনি নাটাব, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে, বর্ণমালা খেলাঘর আসর, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com