আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ মাধবপুরের মনতলা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন। মনতলা বাজারের প্রিয় ফুড এন্ড বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করার অপরাধে ১৫ হাজার টাকা, রাস্তায় অবৈধভাবে দাহ্য পদার্থ রাখার অপরাধে মেসার্স কাশেম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, রশিদ ভ্যারাইটিজ স্টোরকে ৫শত টাকা এবং শংকর স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও ফাতেমা-তুজ-জোহরা জানান- উপজেলার সবকয়টি বাজারেই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com