স্টাফ রিপোর্টার ॥ অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ‘জন্ম নিলে মৃত্যু হবেই’ এই চিরন্তন সত্যটি মাথায় রেখে শেষকৃত্যের স্থানটি পবিত্র ও সুন্দর রাখা সবার দায়িত্ব। হবিগঞ্জ পৌর মহাশ্মশান ঘাটের উন্নয়নে সনাতন ধর্মাবলম্বী সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি। আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক থাকার কারণেই শ্মশানের উন্নয়নে সকল পর্যায় থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। তিনি গতকাল রাতে হবিগঞ্জ পৌর মহাশ্মশান ঘাটে শ্রীশ্রী শ্মশানকালী পূজা ও নবনির্মিত শবদাহ ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
হবিগঞ্জ পৌর মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি সুখলাল সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, নবনির্বাচিত পৌর মেয়র আতাউর রহমান সেলিম। পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুষার মোদকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, কমরেড হীরেন্দ্র দত্ত, ফনীভূষণ দাশ, স্বাচিপ সাধারণ সম্পাদক ডাঃ অসিত রঞ্জন দাশ, অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর, অজিত কুমার পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, পৌর কাউন্সিলর গৌতম রায়, সুজিত বণিক প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com