স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা মসজিদে জুতা চুরির অভিযোগে নুরুল আমিন (৩০) নামে এক যুবককে আটক করেছে মুসল্লীরা। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার জোহরের নামাজের সময় চুরির ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, মুসল্লীরা নামাজে থাকার সুযোগে নুরুল আমিন নামাজ না পড়েই কৌশলে বেরিয়ে এসে দরজার নিচ থেকে ভাল ভাল জুতা আলাদা করে ব্যাগে ভরতে থাকে। এ সময় বাইরে থাকা মুসল্লী বিষয়টি আঁচ করতে পেরে তাকে আটক করে চিৎকার শুরু করলে অন্যান্যরা তাকে আটক করেন। জুতা চুরির বিষয়টি প্রমাণ হলে তাকে থানায় সোপর্দ করা হয়।
আটক নুরুল আমিন জানায়, জুতা চুরি করে ভাল দামে বিক্রি করে থাকে সে। তাই পেটের তাগিদে কোন কাজ না পেয়ে চুরির পেশায় আসতে বাধ্য হয়েছে। অতীতে সে আরও অনেক জুতা ও ছাতা চুরি করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com