স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় দুই নম্বর পুল এবং পইল নতুন বাজার এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা সহ ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সহকারী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা অবৈধভাবে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ করে ব্যবসা করতো।
আটক মাদক ব্যবসায়ীরা হলো হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের আব্দুল খালেক মিয়ার পুত্র বাচ্চু মিয়া (২৫), একই এলাকার হেলাল মিয়া (২৮) ও শায়েস্তানগর এলাকার মোস্তাফা আলীর পুত্র মোঃ হেলাল আলী (২৪)। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হেলাল মিয়াকে ৮ দিনের কারাদন্ড, বাচ্চু মিয়াকে (২৫) কে ১৫ দিনের কারাদন্ড ও হেলাল আলীকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com