স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার বেঙ্গাডুবা গ্রামে মাইটিভির সাবেক উপজেলা প্রতিনিধি সাংবাদিক এম.এ কাদেরের উপর হামলা ও তার ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলাটি এখনও আমলে নেয়নি পুলিশ। এতে করে মামলার আসামীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা বিভিন্নভাবে কাদেরকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে জানা যায়, গত ২৩ জুলাই বেঙ্গাডুবা গ্রামে প্রকাশ্যে ইয়াবা বিক্রির প্রতিবাদের জের ধরে ফজলু মিয়ার সাথে ইসমাইল মিয়ার লোকজনের সংঘর্ষ বাধে। এতে ওই গ্রামের জব্বার মিয়া নামে এক ব্যক্তি আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই জব্বার মিয়া মারা যান। ওইদিন নিহতের লাশ বাড়িতে নেয়ার পথে সাংবাদিক এম.এ কাদের সংবাদ সংগ্রহের জন্য তার সহকর্মী মোঃ হেলাল মিয়াকে সাথে নিয়ে লাশের ছবি তুলতে যান। এতে পূর্ব বিরোধের জের ধরে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে ওই গ্রামের আলী নুর ও আলী হোসেনসহ তাদের আত্মীয়-স্বজনরা। এক পর্যায়ে তারা কাদেরকে বেধড়ক মারপিট করে এবং তার সাথে থাকা ক্যামেরা, মোবাইল ও অর্থকড়ি ও সার্টিফিকেটসহ সংবাদ সংগ্রহের প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে ছিনিয়ে নেন। এ সময় বাধা দিলে উল্লেখিতরা কাদেরের সহকর্মী হেলাল মিয়াকেও মারধোর করে আহত করে। আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট রেফার করেন। এ ঘটনায় এম.এ কাদের গত ১ আগস্ট উল্লেখিতদের আসামী করে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত মামলাটি আমলে নেয়নি পুলিশ। এম এ কাদের মামলাটি আমলে নিয়ে আসামীদের গ্রেফতারে দাবি জানিয়েছে।