স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক রফিকুল হাসান চৌধুরী তুহিনকে আবারো হবিগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মেম্বারশিপ প্রদান করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা আগামী তিন বছরের জন্য সাংবাদিক তুহিনকে এই মেম্বারশিপ প্রদান করে। গত ১০ ফেব্রুয়ারি দুপুরে হবিগঞ্জ দুদক কার্যালয়ে সিলেট বিভাগীয় ডাইরেক্টর এ সংক্রান্ত পত্র সাংবাদিক তুহিনের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, দুদক হবিগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী পরিচালক এরশাদ মিয়া, জেলা দুপ্রকের সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, সাধারণ সম্পাদক আব্দুজ জাহেরসহ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীগণ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com