ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী/২০২০-২১ এর আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্র্র্তৃক চুনারুঘাট উপজেলার আমু চা বাগানে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু করা হয় এবং প্রশিক্ষণের জন্য জার্সি ও ফুটবল প্রদান করা হয়। ১৯ ফেব্রুয়ারি উক্ত এ্যাথ্লেটিক্স প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬বছর বয়সের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে এবং ১০জন বালিকা ও ২০জন বালক ক্ষুদে ফুটবলার ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহন করে। খেলোয়াড়দের মধ্যে কিছু প্রতিভাবান খেলোয়াড় পাওয়া যায় যা ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ শহরের আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার বিজলা কানু, জাতীয় এ্যাথ্লেট মোঃ রায়হান, আমু চা বাগান পঞ্চায়েত সেক্রেটারী মহেস্বর উরাং, প্রাক্তন ফুটবলার সন্তোষ। ফুটবল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাক্তন ফুটবলার বাটু এবং সার্বিক পরিচালনায় ছিলেন হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। এতে বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com