জামাল মোঃ আবু নাছের ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর রাস্তায় গতকাল বিকেলে এক স্কুলশিক্ষিকা ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় শিক্ষিকার ভাই মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রফতার করতে পারেনি।
এলাকাবাসী ও শিক্ষিকার পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল তিনটায় উপজেলার নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহজিবাজার থেকে তাঁর বাড়ি বাখরনগর গ্রামে যাওয়ার পথে ওই রাস্তায় মুখোশধারী দুই মোটর সাইকেল আরোহী তাঁকে দেশীয় অস্ত্র দেখিয়ে গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাঁর সাথে থাকা নগদ বিশ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
শিক্ষিকার ভাই ফয়সল মিয়া বলেন এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি।
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি সদস্য জায়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনা শুনেছি। খোঁজ নিয়ে দেখেছি ছিনতাইকারীরা এলাকার নয়, তারা বহিরাগত।
মাধবপুর থানার এএসআই মোঃ ইমরান জানান- অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাঘাসুরা ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্বে থাকা মাধবপুর থানার এসআই ইসমাঈল হোসেন বলেন- বিকালে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে শিক্ষিকা কাউকে চিনতে পারেননি। পুলিশ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com