হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের পক্ষে শহরবাসীর কাছে ভোট প্রার্থনা করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক ও সাবেক সচিব বিডি মিত্র।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাঁরা দুইজন শনি মন্দির, গানিংপার্ক এবং ঘোষপাড়া এলাকায় আতাউর রহমান সেলিমের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ড. নিমচন্দ্র ভৌমিক ও বিশেষ অতিথি ছিলেন বিডি মিত্র। বৈঠকে উপস্থিত এলাকাবাসীর প্রতি নৌকায় ভোট দেয়ার আহবান জানান জানিয়েছেন তাঁরা। সকল উঠান বৈঠকে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম উপস্থিত ছিলেন।
পৃথক সভায় নিমচন্দ্র ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করেছেন। আতাউর রহমান সেলিম আওয়ামী লীগেরই একজন প্রতিনিধি হিসেবে নির্বাচনে এসেছেন। উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনা অব্যাহত রাখতে তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন।
পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গানিংপার্ক এলাকায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন অজিত কুমার পাল। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শরীফ উল্লাহ, সজিব আলী, জগদীশ চন্দ্র মোদক, অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, জাকির হোসেন চৌধুরী অসীম, ইসমাইল হোসেন, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, শংখ শুভ্র রায়, অ্যাডভোকেট গনি মিয়া প্রমুখ।
শনি মন্দিরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীলিপ কুমার আচার্য্য। উপস্থিত ছিলেন জগদীশ চন্দ্র মোদক, অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, প্রফেসর ইসু ভূষন দাশ, স্বপন লাল বনিক, শঙ্খ শুভ্র রায়, অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর, পার্থ প্রথিম দাশ, অ্যাডভোকেট প্রবাল মোদক, অ্যাডভোকেট তুষার মোদক প্রমুখ।
ঘোষপাড়া এলাকায় গোপাল গোপের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, শংখ শুভ্র রায়, অ্যাডভোকেট দেবাঞ্জন ভটাচার্য্য, সজল বরণ দেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com