স্টাফ রিপোর্টার ॥ অন্যান্য বছরের ন্যায় আবেগ, উচ্ছ্বাস আর লোকে লোকারণ্য দেখা যায়নি হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজ চত্ত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে। কলেজ ক্যাম্পাস ছিল অনেকটা নিষ্প্রাণ। যদিও প্রতি বছর একুশের প্রথম প্রহরে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ থাকতো লোকে লোকারণ্য। উপচেপড়া ভিড়ে প্রতিযোগিতা করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হতো। কিন্তু এ বছর হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করায় কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণ ছিল অনেকটাই নিষ্প্রাণ। রাত ১২টা ১ মিনিটে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শিক্ষকবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর কিছু সময় বিরতির পর রাত ১২টা ২০ মিনিটে বৃন্দাবন কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এরপর পর্যায়ক্রমে জেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ রোভার স্কাউট, রেডক্রিসেন্ট সোসাইটি, ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখা, কলেজ শাখা, জেলা মৎস্যজীবী লীগ, মুভি সার্কেল হবিগঞ্জ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, জেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল, পুলস্টার স্কুলসহ কয়েকটি সংগঠন পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। অথচ প্রতি বছর একুশের প্রথম প্রহরে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ থাকতো লোকে লোকারণ্য। হাজারো মানুষের পদচারণা ও মিছিলে মিছিলে মুখরিত থাকতো কলেজ ক্যাম্পাস। এ বছর সকলেই নিমতলায় হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করায় বৃন্দাবন কলেজ শহীদ মিনার ছিল অনেকটাই নিষ্প্রাণ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com