নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কৃতি সন্তান রমিজ উদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীরবিক্রম খেতাব প্রদান করে। তাঁরই স্মৃতি ধারণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ‘শহীদ রমিজ উদ্দিন বীরবিক্রম আন্তঃউপজেলা দাবা প্রতিযোগিতা।
শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলী, বীরমুক্তিযোদ্ধা মোঃ শফিক মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল রকিব, ক্রীড়া সংগঠক আজিজুর রহমান ফয়সল, মোঃ মামুন চৌধুরী, কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ। পরে ১৬ জন খেলোয়াড়ের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা শুরু হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com