উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে ভয়াবহ আগুনে মোরগের ফার্মসহ ৫টি দোকানঘর পুড়ে গেছে। ১৩ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে বাজারের লোকজন নামাজের জন্য জাগ্রত হলে মধ্যবাজারে অবস্থিত বিসমিল্লাহ বিরানি হাউসে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ এসে আগুন নিভানোর চেষ্টা করেন। পাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। আগুনে পুড়ে যায় পাশের সবজি দোকান, চা-স্টল, কর্মকারের দোকান, পোল্ট্রি ফার্মের মোরগসহ ঘর। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রাণপন চেষ্টায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com