স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাঠখাল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বশির মিয়া নামের এক কৃষককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের আব্দুর রউফের পুত্র। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, একই গ্রামের লেবু মিয়া, আব্দুল ওয়াহাব ও মোজাম্মেলসহ বেশ কয়েকজন লোক গ্রামের ফসলি জমিতে পানি দিতে বাধা দেয়। এ ঘটনায় আহত বশিরের চাচা খালেক মিয়া বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে এডিএম কোর্টে মামলা করেন। মামলাটি বিচারক আমলে নিয়ে পানি নিষ্কাশনের রাস্তায় প্রতিবন্ধকতা সরাতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এরপর উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় বশিরকে লেবু মিয়ার বাড়ির নিকট পেয়ে মারধোর করে অর্থকড়ি নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com