মুলুøক চল (নিজ দেশে ফিরে যাওয়া) আন্দোলনের শতবর্ষ উপলক্ষে ১০দফা দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭ টায় চুনারুঘাটের লস্করপুর চা বাগানে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সংগঠক সাধন কালেন্দীর সভাপতিত্বে এবং বিষ্ণু তন্ত্রবায় এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড উজ্জ্বল রায়, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আহ্বায়ক শফিকুল ইসলাম, চা শ্রমিক ফেডারেশনের সংগঠক অঞ্জলী তন্ত্রবায়, নতুলাল প্রধান, রীতা রাজ প্রধান, সাইফুর রহমান রুবেল, গবীন্দ্র চৌহান, সম্পদ চৌহান, স্বপন কর্মকার প্রমুখ। এছাড়া আজ সকাল ৭টা থেকে দুপুর দুই টা পর্যন্ত ১০ দফা দাবিতে বেগমখান, চন্দপুর ও আমু চা বাগানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, আজ থেকে ৯৯ বছর পূর্বে ১৯২১ সালে ২০মে ৩০ হাজার চা শ্রমিক নিজ দেশে ফিরে যেতে চাইলে গুর্খা পুলিশ চাদপুর লঞ্চঘাটে নির্বিচারে লাঠিচার্জ ও গুলি চালায়। এতে কয়েক হাজার শ্রমিক আহত ও নিহত হয়। ঐ দিবস স্মরণে ২০ মে কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে চা শ্রমিক দিবস হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। এছাড়া দৈনিক মজুরি ৫০০ টাকা ও সপ্তাহে ৫ কেজি রেশন এবং প্রত্যেক বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এম.বি.বি.এস ডাক্তার নিয়োগের দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি