ওসি বললেন ডাকাত বাহার এক আতংকের নাম
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চারিনাও গ্রামের দুর্ধর্ষ ডাকাত ও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাহার মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের লিলু মিয়ার পুত্র। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সদর থানার ওসি মোঃ মাসুক আলী, এসআই আব্দুর রহিম ও নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে তার আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বাহার একজন পেশাদার ডাকাত। সে একই এলাকার ডাকাত শহীদ এবং প্রয়াত ডাকাত কুদরত মিয়ার ঘনিষ্ঠ সহযোগী। সে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় ডাকাতি করত। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানার চুরি ও ডাকাতির ৬টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতোদিন সে পলাতক ছিল। ২০১২ সালে সিলেট জেলার বিশ্বনাথ থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় হাতেনাতে আটক হয়। উক্ত ডাকাতি মামলায় তার ১০ বছরের সাজা হয়। এরপর থেকে সে ঢাকা, বি-বাড়িয়াসহ দূরবর্তী বিভিন্ন এলাকায় গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে থাকে। গত কয়েকদিন আগে সে বাড়ি আসে। গতকাল শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি মোঃ মাসুক আলী জানান, ডাকাত বাহার অপরাধ জগতে এক আতংকের নাম। মাদক, চুরি, ডাকাতি সহ এমন কোন অপরাধ নাই যা বাহার ডাকাত করছে না। ডাকাত বাহারের গ্রেফতারের খবরে এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com