আজ হবিগঞ্জের কৃতি সন্তান, কথা সাহিত্যিক, কলামিস্ট ও আলী ইদরিস হাই স্কুলের প্রতিষ্ঠাতা, হবিগঞ্জস্থ নাগরিক কমিটি, সাহিত্য পরিষদ, নজরুল একাডেমির আজীবন সদস্য ও আঞ্জুমান মুফিদুল ইসলামের সহ-সভাপতি, আলী ইদ্রিস এফ.সি-এর ৭৩তম জন্মদিন। এ দিনে তিনি হবিগঞ্জের শায়েস্তানগরে জন্মগ্রহণ করেন। তাঁর লেখা ছোটগল্প, উপন্যাস, ভ্রমণ ও শিশুতোষসহ ১৯টি বই এ যাবত প্রকাশিত হয়েছে। তন্মধ্যে খোয়াই নদীর বাঁকে, পূর্ব আফ্রিকায় এক যুগ, প্রবাসে ভুল নিবাস, দুর্নীতির পরিহাস, মার্কিন হাওয়া, তরল আগুনে পোড়া, শীতের কানাডা, কাঁটাতারে কিশোরী, সখিনার বলি, কালো গোলাপ উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লেখেন। আলী ইদরিস হাই স্কুলের সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com