স্টাফ রিপোর্টার ॥ আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম, বিপিএম। তিনি গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর থানা প্রাঙ্গণে শতাধিক পাহারাদারদের মাঝে শীতবস্ত্র ও একবেলার খাবার বিতরণ করেন। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, মাহমুদুল হাসান ও শেখ মোঃ সেলিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদর থানার ওসি মোঃ মাসুক আলীসহ এসআইগণ। পুলিশ সুপার বলেন, তিনি যোগদানের পর থেকেই গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন। এ ছাড়া পাহারাদার পুলিশের সহযোগি। তারা শীতের রাতে বিভিন্ন এলাকায় পাহারা দিয়ে থাকেন। তাই তাদের মাঝে গতকাল এ কম্বল বিতরণ করেন। তিনি সার্বক্ষনিক পাহারাদারদেরকে সহযোগিতার আশ^াস দেন এবং পাহারাদাররাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এ প্রত্যাশা ব্যক্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com