স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চুরি প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সদর থানা পুলিশ। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শীতের রাতে রাত ১২ টার পর হাসপাতালে চিকিৎসা সেবার প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। কাউকে রাস্তায় পাওয়া গেলে তার নাম ঠিকানা, পেশা, স্বভাব চরিত্র যাচাই করা হবে। কোন প্রকার অপরাধের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।
হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, প্রতিদিন রাতে শহরে এবং আবাসিক এলাকায় পুলিশের জোরালো টহল চলমান রয়েছে। তিনিসহ অফিসার ইনচার্জ সারা রাত শহরে অভিযানে থাকেন এবং টহল পার্টির তদারকি করে থাকেন। রাতে যে কোন প্রয়োজনে ০১৩২০-১১৮৭৭৯ এই মোবাইল নাম্বারে কল করার আহবান জানান। তিনি বলেন, এই নাম্বারে কল করলে টিম সদর থানা আপনার সহযোগিতায় পৌঁছে যাবে। তাছাড়া মঙ্গলবার দিবাগত রাতে শহর এলাকায় বিনা কারণে ঘোরাঘুরি করা অবস্থায় পেয়ে ৫ জনকে পুলিশ আটক করে। বুধবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। তিনি নিজের সন্তানের খোঁজ খবর রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানান। অন্যথায় সন্ধ্যার পর শহরে অযথা আড্ডায় পাওয়া গেলে পুলিশের হাতে আটক হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন। তিনি নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকে সচেতন এবং শহরকে নিরাপদ রাখতে থানা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com