মোরগ ও মাংস ব্যবসায়ী ৩ জনকে অর্থদন্ড
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি ফিলিং স্টেশনে তেল ওজনে কম দেওয়ার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও একই অপরাধে মোরগ ও গরুর মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
বিএসটিআইর সহকারী পরিচালক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার নুরপুর নামক স্থানে মা ফিলিং স্টেশন ও পশ্চিম বড়চর এলাকায় ফোর এস ফিলিং স্টেশনে তেল ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়ায় ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দাউদনগর বাজারে অভিযান চালিয়ে মোরগ ব্যবাসায়ী রাজুকে ১ হাজার, মাংস বিক্রেতা সুমনকে ২ হাজার ও আল আমিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বলেন- দুটি ফিলিং স্টেশন, মোরগ ও মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এ ধরণের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।