চলমান করোনা মহামারীর মধ্যে হবিগঞ্জ জেলায় হিজড়া ও যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীর ৯৫ জন সদস্যকে খাদ্য সহায়তা প্রদান করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি-বন্ধু। জার্মান ডক্টরস নামের দাতা সংস্থার আর্থিক সহায়তায়, আইসিডিডিআর’বি-এর সার্বিক ব্যবস্থাপনায়, বাঁধন হিজড়া সংঘের মাধ্যমে হবিগঞ্জ জেলায় ২৬ ও ২৭ জানুয়ারি সকালে হবিগঞ্জ সাব ডিআইসি প্রাঙ্গণে সকাল থেকে ত্রাণ বিতরণ কর্যক্রম শুরু হয়। ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন হবিগঞ্জ সাব ডিআইসি ইনচার্জ মোঃ আমির হোসেন। বিতরণে খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেককে ১২ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবন ও ২ কেজি দেশী পিঁয়াজ, ১টি হ্যান্ড সেনিটাইজার, ৩টি মাস্ক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন- হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আমাদের সমাজে বরাবরই অবহেলিত ও বঞ্চিত। এই চলমান করোনা মহামারীতে তাদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছে এবং প্রচলিত পেশাও চালাতে পারছে না। এ পরিস্থিতিতে দিন শেষে তাদের খাবার সংস্থান করাই কঠিন হয়ে পড়েছে। আশা করি বন্ধু এবং আইসিডিডিআর’বি ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখবে। হবিগঞ্জ জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ২৬৪০ জন সদস্যকে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। আইসিডিডিআর’বি ও বন্ধু বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এইচআইভি প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com