স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ হওয়া কম্পিউটার, প্রিন্টার ও ইউপিএসসহ বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। মঙ্গলবার দুপুরে পরিষদের চেয়ারম্যানদের হাতে তিনি আনুষ্ঠানিকভাবে এগুলো হস্তান্তর করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত রানা, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কম্পিউটার হস্তান্তরের সময় সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোড়গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে সরকার। এ কাজের জন্যই প্রতিটি ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার করা হয়েছে। সেখানে কর্তব্যরতদেরকে সার্বক্ষণিক সাপোর্ট দেয়া হচ্ছে। সংসদ সদস্য আবু জাহির সেবা গ্রহীতাদের ব্যাপারে যতœশীল হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
উপজেলা প্রশাসন জানিয়েছেন, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি-৩) আওতায় উপজেলার লাখাই, মোড়াকরি, মুড়িয়াউক, বামৈ, বুল্লা ও করাব ইউনিয়নে একটি করে কম্পিউটার, প্রিন্টার, ইউপিএস ও বিভিন্ন যন্ত্রপাতি দিয়েছে সরকার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com