স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৬তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জের বৈদ্যের বাজারে শহীদ কিবরিয়া স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শোক র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও কিবরিয়া স্মৃতি সংসদ অংশগ্রহণ করে।
এদিকে ঢাকার বনানীতে অবস্থিত মরহুমের গোরস্থানে বুধবার সকাল সাড়ে ৯টায় পুস্পস্তবক অর্পণ করেন কিবরিয়া পরিবার। ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে কিবরিয়ার স্বজনরা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সেখানে জিয়ারত ও দোয়া মাহফিল শেষে কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া মিডিয়ায় তার পিতা হত্যার বিচার না হওয়া নিয়ে হতাশা প্রকাশ করে সাক্ষাৎকার প্রদান করেন। ২০০৫ সালের ২৭ ডিসেম্বর শাহ এএমএস কিবরিয়া হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত হন। তার সাথে নিহত হন তার ভাতিজা শাহ মঞ্জুর ও স্থানীয় তিন ব্যক্তি। আহত হন ৭০জন। এ ব্যাপারে বিস্ফোরক ও হত্যার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলা দুটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com