স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বাগুনিপাড়ার এক যুবতী ও তার দুই সহযোগীর বিরুদ্ধে আদালতে বলাৎকারের মামলা দায়ের করেছে এক হিজড়া। গতকাল বুধবার হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে সদর উপজেলার বহুলা এলাকার বাসিন্দা হিজড়া আব্দুল জলিল ওরফে সুরভী বাদি হয়ে মামলা করেন। মামলাটি বিচারক আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নিতে হবিগঞ্জ সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের কন্যা স্বামী পরিত্যক্তা শরীফা আক্তার শশীর বাসায় কাজ করতো হিজড়া সুরভী। শশী তাকে অত্যাচার করতো বিধায় সে কাজ ছেড়ে দেয়। এ ছাড়া উক্ত শশী অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের রমিজ আলীর পুত্র ইব্রাহিম ও বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র আমজদ আলীসহ বেশ কয়েকজনকে নিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ চালাতো। এ কারণে সুরভী শশীর বাসার কাজ ছেড়ে দেয়। গত শনিবার রাতে শশী ফোনে সুরভীকে বাসায় কাজ করে দিতে ডেকে নিয়ে যায়। তার বাসায় যাবার পর ইব্রাহিম ও আমজদ আলী সুরভীকে নির্জন স্থানে নিয়ে বলাৎকার করে। তাদেরকে সহযোগিতা করে শশী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com