চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে পিতা-পুত্র মনোনয়নপত্র দাখিল করেছেন। পিতা আব্দুল হক ৪নং ওয়ার্ডে এবং পুত্র আবুল হোসেন ৬নং ওয়ার্ডে নির্বাচনের জন্য রবিবার সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দিপক রায়ের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে শেষ পর্যন্ত পিতা-পুত্র উভয়েই থাকবেন কি-না এ নিয়েও চলছে আলোচনা। তাদের বাড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়ানী গ্রামে এবং বর্তমান ৬নং ওয়ার্ডের চুনারুঘাট বাজার। উভয় প্রার্থীর একটি ঘনিষ্ট সুত্র জানায়, পিতাপুত্র উভয়ের মনোনয়নপত্র গতকাল বাছাইয়ে ঠিকে গেছে। পিতা আব্দুল হক তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন। পুত্রের মনোনয়নপত্র কোন কারণে বাতিল হলে তিনি নির্বাচন করতেন।
এর আগে ২০১৫ সালের নির্বাচনে পিতা আব্দুল হক ৪নং ওয়ার্ডে এবং তার স্ত্রী ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন করে আলোচনায় এসেছিলেন। এবার পিতাপুত্র নির্বাচনে এসে আবারো আলোচনায় এসেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com