স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বাহুবলের শিবপাশা গ্রামের হাওরে বোরো জমির সেচ প্রকল্পের পানি চলাচলের বন্ধ থাকা রাস্তা (ড্রেন) অবমুক্ত করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল, এসআই মোস্তাফিজুর রহমানসহ একদল পুলিশ হাওরে গিয়ে সেচ প্রকল্পের পানি চলাচলের রাস্তা চালু করে দেন।
সূত্র জানায়, বিগত ২০ বছর ধরে শিবপাশা গ্রামের হাওরের জমিতে বোরো মওসুমে সেচ প্রদান করে আসছেন একই গ্রামের শরীফুল আব্দাল কুটি। কিন্তু একই এলাকার মামুনুর রশিদ গং এলাকার কিছু কুচক্রী মহলের প্ররোচনায় অবৈধভাবে শরীফুল আব্দাল কুটির সেচ প্রকল্পের রাস্তা বন্ধ করে দেয়। এতে এলাকার কৃষকদের কয়েকশ’ খের জমিতে চাষ করা অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় কৃষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে এলাকায় সংঘর্ষের আশংকা বিরাজ করে। এ অবস্থায় প্রতিকার চেয়ে একই এলাকার মামুনুর রশিদ গংদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা কৃষি অফিসার সরেজমিনে গিয়ে এ ঘটনার সত্যতা পান। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ করেন। এছাড়াও শরীফুল আব্দাল কুটি আদালতে ১৪৭ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি গ্রহন করে আদালত উপজেলা কৃষি কর্মকর্তা ও বাহুবল থানার অফিসার ইনচার্জকে সরেজমিনে তদন্তের নির্দেশ দেন। এ প্রেক্ষিতে মঙ্গলবার উপজেলা কৃষি অফিসার ও বাহুবল থানা পুলিশ সরেজমিনে তদন্ত করে পুনরায় অভিযোগের সত্যতা পান। গতকাল বিকেলে ঘটনাস্থলে উপজেলা কৃষি কর্মকর্তাসহ বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির বন্ধ থাকা ড্রেন খুলে দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com