স্টাফ রিপোর্টার ॥ জাতীয় যুব সংহতির বর্তমান মেয়াদ উত্তীর্ণ কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য হুসেইন মকবুল শাহরিয়ার আসিফকে আহ্বায়ক ও জাতীয় পার্টির ক্রীড়া বিষয়ক সম্পাদক, হবিগঞ্জের কৃতি সন্তান আহাদ ইউ চৌধুরী শাহীনকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সুপারিশে এ কমিটি অনুমোদন করেন। অনুমোদিত কমিটির যুগ্ম আহ্বায়কগণ হলেন- তারেক এ আদেল (ব্রাহ্মণবাড়িয়া), অ্যাডভোকেট জুলফিকার হোসেন (দিনাজপুর), হেলাল উদ্দিন (ময়মনসিংহ), মোঃ হেলাল উদ্দিন (কুমিল্লা), মিজানুর রহমান (ভোলা), ফজলুল হক ফজলু (ঢাকা উত্তর), সাইফুল ইসলাম (নারায়ণগঞ্জ), আফজাল হোসেন হারুন (ময়মনসিংহ), শেখ মোঃ সরোয়ার হোসেন (ঢাকা দক্ষিণ), দ্বীন ইসলাম শেখ (ঢাকা দক্ষিণ), রাজা হোসেন রাজা (নারায়ণগঞ্জ), মুশফিকুর রহমান (খুলনা), এমদাদুল হক রুমন (চাঁদপুর), আলতাফ হোসেন (সিলেট) ও ওয়াসিউর রহমান দোলনকে (রাজশাহী) যুগ্ম-আহ্বায়ক পদে নিয়োগ প্রদান করেছেন। আগামী ২১ দিনের মধ্যে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা প্রদান এবং ৬ মাসের মধ্যে জেলা/মহানগর, উপজেলা/থানা এবং পৌরসভা সম্মেলন সম্পন্ন করে কেন্দ্রীয় সম্মেলন করার শর্তে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।
উল্লেখ্য, যুবসংহতির কেন্দ্রীয় নতুন কমিটির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন হবিগঞ্জের মাধবপুরের পিয়াইম গ্রামের বাসিন্দা হুমায়ূন বখ্ত চৌধুরী ছেলে। তিনি ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।