সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গত শনিবার অনুষ্ঠিত নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে আমাকে পুনরায় মেয়র নির্বাচিত করায় প্রিয় নবীগঞ্জ পৌরবাসীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানীত পৌরবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যে ঋণে আবদ্ধ করেছেন সে ঋণ পরিশোধ করার সামর্থ আমার নেই। সকলের ভালোবাসায় সিক্ত হয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহঙ্কার দেশনায়ক জনাব তারেক রহমান ও বিএনপি মহাসচিব জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভয়-ভীতিমুক্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ায় প্রশাসন ও নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সঠিকভাবে দায়িত্ব পালন করায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমাকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোয় আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দায়িত্ব পালনে আমি সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করি।

আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী
নবনির্বাচিত মেয়র
নবীগঞ্জ পৌরসভা
হবিগঞ্জ।