নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় অন্যরা পালিয়ে যায়। বুধবার (২০ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বিরামচর সাকিনস্থ মছদ মিয়ার বাড়ির পাশে বাগান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন বুরাইয়া গ্রামের গেদু মিয়ার পুত্র মুক্তার মিয়া (২৫) ও ইসহাক উল্লাহর পুত্র বাবুল মিয়া ওরফে রাসেল (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলামের নির্দেশনায় একদল পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বিরামচর গ্রামের মছদ মিয়ার বাড়ির পাশে একটি বাগান থেকে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে রামদা, চাকু, পাইপসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান- আটক দুই আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com