ঔষধে অনিয়ম প্রতিরোধ এ্যাকশন কমিটির সভা
গত বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মোলন কক্ষে হবিগঞ্জ জেলার ঔষধে অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত এ্যাকশন কমিটির এক সভা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম সদস্য সচিব হিসাবে সভা পরিচালনা করেন। সভায় পুলিশ সুপার, সিভিল সার্জন, সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, সভাপতি বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি হবিগঞ্জ জেলা শাখা উপস্থিত ছিলেন। সভায় সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম ফার্মেসী ব্যবস্থাপনা এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম হিসাবে মডেল মেডিসিন শপ ও মডেল ফার্মেসীর প্রয়োজনীয়তা, ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যবস্থাপনা, এন্টিবায়োটিক যৌক্তিক ব্যবহার, আনরেজিস্টার্ড, নকল, ভেজাল ঔষধ বিক্রয় প্রতিরোধ, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীর তালিকা প্রণয়ন বিষয়ে আলোচনা হয়।
সভায় মেয়াদ উত্তীর্ণ, আনরেজিস্টার্ড, নকল, ভেজাল ঔষধ বিক্রয়কারী এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি