সিলেট বিভাগে তিন দিনের পরিবহন ধর্মঘট
স্টাফ রিপোর্টার ॥ সিলেটের পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে আজ মঙ্গলবার থেকে তিনদিনের পরিবহন ধর্মঘট শুরু করছেন মালিক ও শ্রমিকরা। এর ফলে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ থাকবে। এদিকে- ধর্মঘটে থাকা পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে সোমবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করেছেন। বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি না মানায় তারা ধর্মঘট থেকে সরেনি। ফলে গণপরিবহন ও পণ্যপরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ’র আহবানে সিলেট বিভাগজুড়ে মঙ্গলবার এই ধর্মঘট শুরু হচ্ছে। পাশাপাশি সিলেটে ৫ দফা দাবিতে সিএনজি অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট সোমবার থেকে শুরু হয়েছে। সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ¦ গোলাম হাদী ছয়ফুল জানান- প্রশাসনের সঙ্গে বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় তারা ধর্মঘটে অনড় রয়েছেন। হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, সিলেটের মালিক-শ্রমিকদের ডাকে আহুত ধর্মঘটের সাথে হবিগঞ্জের মালিক-শ্রমিকরা একমত পোষন করেছেন। ফলশ্রুতিতে আজ থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচল করবে না। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই ধর্মঘট চলবে।
সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ জানান- পরিবহন ধর্মঘটে সিলেট বিভাগের বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, কোচ, লেগুনা, ট্যাংকলরি, সিএনজি’সহ সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে এম্বুলেন্স, বিদেশ যাত্রী, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও জরুরি ওষুধ বহনকারী গাড়ি ধর্মঘটের আওতামুক্ত থাকবে। নেতৃবৃন্দ ধর্মঘট পালনের জন্য সিলেট বিভাগের সর্বস্তরের পরিবহন ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। ধর্মঘট সফলের জন্য ইতিমধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকরা সভা সমাবেশ করেছেন বলে জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com