স্টাফ রিপোর্টার ॥ ‘কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা’ শ্লোগানে শায়েস্তাগঞ্জে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উক্ত বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট স্থান পেয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ অডিটরিয়ামে দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারি ভূমি কমিশনার মাসফিকা হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু সিরাজ মোঃ মনিরুল ইসলাম, কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ সাহাবউদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, প্রধান শিক্ষক আবিদুর রহমান, রিয়াজ উদ্দিন বাবরসহ আরো অনেকেই।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং অতিথিবৃন্দকে সাথে নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। একই দিন বিকালে বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রজেক্টে সেরা স্কুল, কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।