স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদে হিজড়ার মামলায় সাদিকুল ইসলাম মুন্না (২২) নামের এক যুবকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। সে ওই এলাকার সালাম মিয়ার পুত্র। সোমবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
সূত্র জানায়, বহুলা গ্রামের আব্দুল জলিল নামের এক হিজড়াকে মুন্না প্রায়ই ইভটিজিং করতো। এতে প্রতিবাদ করলে মুন্না ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাকে হত্যার জন্য আক্রমণ করে। এ ঘটনায় জলিল বাদি হয়ে মুন্নার বিরুদ্ধে মামলা করলে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এ বিষয়ে সদর থানার ওসি বলেন, গ্রেফতারী পরোয়ানা পৌঁছেনি। এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com