উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে জুয়ার টাকাসহ আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার এনাতাবাদ গ্রামের তায়িদ উল্লাহর পুত্র হারিস মিয়া বেশ কিছুদিন যাবৎ তার বাংলাবাজারের বাড়িতে টাকার বিনিময়ে জমজমাট জুয়ার আসর বসিয়ে আসছিল। বিষয়টি জেনে পুলিশ বেশ কয়েকবার হানা দিলেও জুয়াড়িদের আটক করা সম্ভব হয়নি। সুচতুর জুয়াড়িরা পালিয়ে যায়। এ অবস্থায় গত রবিবার গভীর রাতে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সমিরন দাশ ও এসআই আমীর হামজার নেতৃত্বে একদল পুলিশ হাওর দিয়ে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে হারিস মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে নগদ ৪৭ হাজার টাকাসহ আটক করেন। বাড়ির মালিক হারিস পালিয়ে গেলেও ৬ জুয়াড়ি ধরা পড়ে। আটককৃতরা হলো উপজেলার ভুবিরবাক গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র জিতু মিয়া (৪০), বাউশা গ্রামের নুর মিয়ার পুত্র রিপন মিয়া (৩৮), সানাই মিয়ার পুত্র এজলু মিয়া (২৬), গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার পুত্র মাছুম মিয়া (৩০), নছির আলীর পুত্র জাহির মিয়া (৩০), সৈয়দপুর গ্রামের মৃত রহিম মিয়ার পুত্র দুরুজ মিয়া (৪০)।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com