স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের এনালগ সিগনালের পরিত্যক্ত পুরাতন কেবিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র ছাড়া তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মুশফিক হোসেন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ২নং প্লাটফর্মের পূর্বদিকে এনালগ সিগনালের পরিত্যক্ত কেবিনের ভিতর থেকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা সঙ্গে সঙ্গে এসে আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কিছু কাগজপত্র ছাড়া তেমন কোন ক্ষতি হয়নি।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা বাহির থেকে কেউ সিগারেট ফেলার কারণে আগুন ধরতে পারে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com