স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচরে নির্বাচনী প্রচারণা নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ৫ জন আহত হয়। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। গতকাল ওই সময় দুই কাউন্সিলর প্রার্থীর লোকজন ওই এলাকায় পৌঁছলে উভয়ের সমর্থকদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়। আহত রোকেয়া বেগম (৩০), দিনা (২৫), রমজান আলী (৩৮) ও আব্দুর রহিম (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com